সীমান্ত উপজেলা টেকনাফের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সাবরাং উচ্চ বিদ্যালয়ের ২০২১ খ্রিস্টাব্দের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় সাবরাং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পর পবিত্র কুরআন থেকে তিলওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতি ও সাবরাং উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মফিজ উদ- দৌল্লাহ এর স্বাগত বক্তব্যের পর অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির মেধাবী ছাত্র সাইদুজ্জামান, পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন মানবিক বিভাগের মেধাবী ছাত্রী তাসলিমা আক্তার।
এদিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল হক বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নুর হোসেন বি,এ। তিনি বলেন, এই এলাকার শিক্ষার্থীদের সুশিক্ষিত করতে অত্র বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাই বিদ্যালয়ের সার্বিক বিষয়ে তিনি পাশে থাকবার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে সোলতান আহমদ বি.এ, আবুল কালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, অভিভাবক মাষ্টার জাকের হোসেন, পরীক্ষার্থী ফয়সাল সাফি, মুহিত কামাল, নবম শ্রেণির শিক্ষার্থী রিদুয়ানুজ্জামান হৃদয়।
উল্লেখ্য, এ বছর বিদ্যালয়টির মানবিক শাখা থেকে ১০৩ জন, বিজ্ঞান শাখা থেকে ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩২ জনসহ সর্বমোট একশ আট চল্লিশ জন পরীক্ষার্থী আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |