পাহাড় ও সমুদ্র বেষ্টিত উপজেলা টেকনাফের সাবরাং-য়ে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত সাবরাং উচ্চ বিদ্যালয়টি এ অঞ্চলে শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে মানব সেবায় ব্রত নিয়ে কাজ করছেন। বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ, তাদের কর্মময় জীবনকে ধরে রাখা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও একাতা জিইয়ে রাখার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের কাঠামো গঠন করা হয়েছে।
১৭ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪ টায় সাবরাং উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রাক্তন ছাত্র পরিষদ বাস্তবায়নে ২১ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন পূর্ববর্তী সময়ের জন্য সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিক কে আহবায়ক এবং প্রাক্তন ছাত্র মাহমুদুল হক মুন্নাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়। উক্ত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীকে ফরম পূরণ সাপেক্ষে সদস্য নিশ্চিত করে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রদানের গুরু দায়িত্ব অর্পণ করা হয়।
এ বিষয়ে সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌল্লাহ বলেন, নি:সন্দেহে প্রাক্তন পরিষদ গঠনের উদ্যোগটি প্রশংসনীয়। এই পরিষদ গঠনে আমার সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা থাকবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |