বিদ্যুৎ বন্ধের জরুরী বিজ্ঞপ্তি :
চলমান বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিতরণ বিভাগ, বিউবো, কক্সবাজার দপ্তরের আওতাধীন ৩৩ কেভি ফিডারের যাবতীয় মেরামত ও রক্ষনাবেক্ষন কাজ হাতে নেওয়া হইয়াছে।উক্ত কাজের অংশ হিসেবে ১১ কেভি বিভিন্ন ফিডারের আওতায় খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, পেশকারপাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, বদর মোকাম, এন্ডারসন রোড, কৃষি অফিস রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদিঘীর পাড় মেইন রোডের উত্তর পার্শ্ব বদর মোকাম, এন্ডারসন রোড, বড়বাজার, সিনেমা রোড, চাউল বাজার, পান বাজার রোড, কৃষি অফিস রোড, নুর পাড়া, পেশকারপাড়া, পুরাতন মাছ বাজার, ফুলবাগ সড়ক, বাজারঘাটা, লালদিঘীর পাড়ও তৎসংলগ্ন এলাকাসমূহে আগামী ০৮/০৮/২০২৫ খ্রীঃ, রোজ-শুক্রবার সকাল ০৬:০০ ঘটিকা হইতে দুপুর ১২:০০ ঘটিকা ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখিত।
(বিঃদ্রঃ যদি কোন কারনে প্রচুর বৃষ্টিপাত সহ দূযোর্গ পূর্ণ আবহাওয়া হলে কাজটি পরবর্তীতে সম্পন্ন করা হবে)
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |