ঝালকাঠির সরকারি কলেজে ‘শিক্ষক পরিষদ নির্বাচন’২২ খ্রিস্টাব্দে ‘কোষাধ্যক্ষ’ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরওয়ার আলম সিকদার। তিনি টেকনাফের হোয়াইক্যং-এর কৃতী সন্তান।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রতিক্রিয়া জানাতে দিয়ে প্রভাষক সরওয়ার বলেন, শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা কাজ করব। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে প্রশাসনকে সহায়তা করব।
উল্লেখ্য, তিনি ছাড়াও উক্ত নির্বাচনে সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, যুগ্ম সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |