বার্তা পরিবেশক:
টেকনাফ শাহপরীর দ্বীপে ব্যবসায়ীর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি গোষ্ঠীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার মৌলভী কলিম উল্লাহ নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জমির মালিক মৌলভী কলিম উল্লাহ অভিযোগ করে জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ মৌজায় সৃজিত বিএস ১১০২ খতিয়ানের বিএস দাগ নম্বর ৬৯৮৬,৬৯৮৯,৬৯৯০,৬৯৯১,৬৯৯২,৬৯৯৩ ও ৬৯৯৫ এর ০.৬০০০ একর জমি বিএস ৪৩৯ নম্বর খতিয়ানের রেকর্ডিয় মালিক গোলাম আহমদ, আবদুল মোনাফ, আব্দুল হাসিম ও ফজল করিমের ওয়ারিশদের নিকট হইতে ১৯৯৯ সালে খরিদাসূত্রে আমি ০.৭০ একর জমির মালিকানা প্রাপ্ত হই। উক্ত জমির বিপরীতে আমি ১৪২৭ বঙ্গাব্দ পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে গতবছর থেকে কতিথ ওয়ারিশ দাবি করে স্থানীয় মিস্ত্রি পাড়ার মৃত হাসিমের ছেলে আয়াজ গং উক্ত জমিতে তাদের দাবি আছে মর্মে আমার সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনোর চেষ্টা করেন। কিন্তু বিষয়টি আমি আঁচ করতে পেরে হানাহানি ও ঝগড়াঝাঁটি এড়ানোর জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করি। এমআর মামলা নম্বর ১৭৩৬/২০২২। যাহার প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার স্মারক নম্বর ৩২৩২/২০২২ এডিএম, ২১/০৯/২০২২ তারিখে টেকনাফ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বরাবর সরেজমিন তদন্তের দায়িত্ব দেয়। সার্ভেয়ার কর্তৃক সরেজমিনে তদন্ত পূর্বক গত ৭/১২/২০২২ তারিখে স্বাক্ষরিত প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষরিত হয়ে আদালতে প্রেরণ করেন। সার্ভেয়ার কর্তৃক তদন্তকালেও তিনি আমার জমির মালিকানা সংক্রান্ত দলিলাদি ও দখলিস্বত্বের সত্যতা স্বচক্ষে দেখেন।
মৌলভী কলিম উল্লাহ আরো অভিযোগ করে বলেন, সার্ভেয়ার কর্তৃক উক্ত নালিশী জমির তদন্ত শেষ করে চলে যাওয়ার এক সপ্তাহ পর মামলার বিবাদী আয়াজ গং দেশীয় অস্ত্রশস্ত্র ও সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের অন্ধকারে উক্ত জমিতে জোরপূর্বক দখলের জন্য স্থাপনা নির্মাণ করতে বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে ঝুপড়ি ঘর নির্মাণ করেন। বিষয়টি বিজ্ঞ আদালতে মামলাধীন থাকায় আমি তাদের সঙ্গে কোনধরনের তর্কে যাওয়া থেকে বিরত থাকি।
মৌলভী কলিম উল্লাহর অভিযোগের বিষয়ে জানতে চাইলে, টেকনাফ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি সরেজমিনে ঘটনাস্থলে তদন্তে গিয়ে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এবং বাস্তব প্রেক্ষাপট স্বচক্ষে দেখে প্রতিবেদন তৈরি করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |