বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ জননেতা শাহজাহান চৌধুরীকে তার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করা হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় জননেতা শাহজাহান চৌধুরী নবগঠিত কমিটির প্রশংসা করেন এবং দলের আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান।
শাহজাহান চৌধুরী বলেন, ওলামা সমাজ হলো জাতীয়তাবাদী শক্তির অন্যতম ভিত্তি। ইসলামী মূল্যবোধকে ধারণ করে রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকা রাখা ওলামা দলের মূল দায়িত্ব।
সাক্ষাতে উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল গফুর এবং সদস্য সচিব মাওলানা মমতাজ শাহিন। তাঁদের নেতৃত্বে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |