টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শামলাপুর দারুল ইসলাম আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা’ গত ২ এপ্রিল মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে। এতে ২০০৩ থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদিনের সঞ্চালনায় ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশু ক্বারী হাফেজ রায়হান বিন এজহারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রহিম উল্লাহ আল নোমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ উইং প্রফেসর সাইদ আলম। তিনি বলেন, “বহুদিন পরে হলেও প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি অতি দ্রুত একটি অ্যালামনাই গঠন করে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।
তিনি আরও বলেন, ” শিক্ষকতা মহান পেশা। প্রতিষ্ঠানের গুণগত মান ধরে রাখতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেন। এক্ষেত্রে পরিচালনা বোর্ড ব্যবস্থা নিলে প্রয়োজনে সরকারিভাবে ট্রেইনার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।”
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ রফিক উল্লাহ বলেন,” ইলন মাস্ক ও আলী বাবার এই আধুনিক সময়ে গতানুগতিক ধারার গন্ডি থেকে বের হয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় মনোনিবেশ করতে হবে। প্রয়োজনে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।”
প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থী হাসান শরীফের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা মধ্যাহ্নভোজ গ্রহণ করেন। সবশেষে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে হামদ-নাত ও গান পরিবেশন করে শৈবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন এডভোকেট শফিকুল হুদা, এডভোকেট আরিফ উল্লাহ, চিকিৎসক হাফেজ আব্দুল কাদের, ব্যাংক কর্মকর্তা আব্দুল হামিদ, প্রভাষক মুহাম্মদ আলম, সেনা কর্মকর্তা মুহাম্মদ তৈয়ব, স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ সাইফ উল্লাহ, মাস্টার আবুল কালাম, মাওলানা মনছুর আলম, মাওলানা আশরাফ আলী সহ প্রমুখ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |