উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানী এলাকায় ‘মো. শফির বিল জেলে কল্যাণ সমিতি’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।
সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মো. শফির বিল নৌকাঘাট এলাকায় পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আলম সোহাগ, জালিয়াপালং ইউনিয়ন বিএনপি (দক্ষিণ) এর সভাপতি মাস্টার আব্দুল করিমসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী বলেন, “জেলেদের সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি ও আমার দল সবসময় পাশে থাকবে। এ ধরনের সংগঠনগুলো জেলেদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
বিশেষ অতিথি সোলতান মাহমুদ চৌধুরী বলেন, “দেশের প্রচলিত আইন মেনে বৈধ উপায়ে জীবিকা নির্বাহ করে সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”
মতবিনিময় সভা শেষে শফির বিল জেলে কল্যাণ সমিতির
সভাপতি হিসেবে মো. ইউনুছ
সাধারণ সম্পাদক রাহামত উল্লাহ, সহ-সভাপতি মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিত আলম,
সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক আজিজ উল্লাহ ঘোষণা করা হয়। আর এ কমিটি অনুমোদন দেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম এবং ইউপি সদস্য রুজিনা আক্তার।
মূলত শফির বিল নৌকাঘাট এলাকার জেলে ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং তাঁদের কল্যাণে কাজ করা-ই এ সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জেলেদের সকল প্রকার সহায়তা নিশ্চিত করা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |