রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর আই/২ ব্লকের একটি পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়।
আশেপাশের রোহিঙ্গারা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করলে এক শিশু তাৎক্ষণিক মারা যায় এবং অপরজনকে উদ্ধার করে ক্যাম্পস্থ টি.ডি.এইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মৃত শিশুরা হলো- ২নং রোহিঙ্গা ক্যাম্পে আই/২ ব্লকের আব্দুল কাশেম এর ছেলে নুর হাশিম (১০) ও একই ব্লকের মোহাম্মদ সালাম এর ছেলে মো. রাশেদ (০৭)।
শুক্রবার (১৮ এপ্রিল) ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লেদা একটি ইট ভাটার পুকুরে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি গুরা মিয়া।
গুরা মিয়া জানান, নয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর আই/২ ব্লকে বসবাসরত নূর হাসিম ও মো. রাশেদ নামের দুই রোহিঙ্গা শিশু নিকটস্থ ব্লকের পাশে পুকুরে গোসল করতে গেলে অসতর্কতাবশত পানিতে পড়ে যায়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |