লাইলাতুল কদর
-মোহাম্মদ ইব্রাহীম
যত আছ গোনাহগার।
খোলা আছে
রহমতের দুয়ার।
মুছে ফেল পাপ
চেয়ে নাও মাফ,
ভুলে করেছি গুনাহ,
একটি বছর।
হাজারো মাসের
চেয়ে শ্রেষ্ঠ তুমি,
লাইতুল কদর,
শেষ দশকে পাপী বান্দা।
আগুন থেকে
পায় নাজাত,
লাইতুল কদরের রাত।
মুমিনের বরকতময় প্রহর
লাইলাতুল কদর
আল্লাহর ভয়ে ফেল তোমার।
চোখেরর অশ্রু
মুছে দিবে গোনাহের শ্রু।
একটি বছরের চাওয়া পাওয়া।
চেয়ে নাও প্রভুর কাছে
সবসময় কাছে তিনি আছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |