টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে হাবিব উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছে।গুলিবিদ্ধ যুবক পশ্চিম লেদা ক্যাম্পের হোসাইন আহমদের পুত্র। সোমবার রাতে পশ্চিম লেদার নুরালী পাড়ার ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম বলেন, ‘অস্ত্রধারীদের হাতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযান চলমান রয়েছে।’
টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. জাফর জানান, ‘অস্ত্রধারী খালেক ও চাকমা গ্রুপের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিয়ে ক্যাম্পে প্রবেশকালে তাদের দেখে ফেলে হাবিব। এই সূত্র ধরে অস্ত্রধারীরা তাকে গুলি করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজারে হাসপাতালে নিয়ে যায়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |