কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় এক হাজার দোকান উচ্ছেদ করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: সামছু-দ্দৌজার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, শিবিরে রোহিঙ্গা পরিবার বড় হচ্ছে। প্রতিনিয়ত পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্যে শেড বৃদ্ধির প্রয়োজন হচ্ছে। তাই অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশের ৩৪টি শিবিরে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা রয়েছে। যাদের অধিকাংশই ২০১৭ সালে মায়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের হাত থেকে পালিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |