কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রান্না করার সময় গ্যাসের পাইপ থেকে আগুন লেগে শিশু সহ ৬ জন অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মে) সকাল আটটায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে এই অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এপিবিএন সূত্রে জানা যায়, আজ সকাল ৮ টায় কুতুপালং ক্যাম্পের ডি-৪ ব্লকে রোহিঙ্গা নুর আলম এর স্ত্রী রান্না করার সময় গ্যাসের পাইপ ছুটে আগুন ধরে যায়। এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই জন সহ মোট ছয় ছয় জন অগ্নিদগ্ধ হয়। তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। এতে শেডের কিছু অংশও পুঁড়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |