উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের লেকের পানিতে ডুবে গিয়ে মোহাম্মদ  ছলিম (১৪) নামের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার ( ১২ জুন) সকাল সাড়ে দশটার দিকে  ক্যাম্প-১৯ এর কাঁটাতারের পার্শ্ববর্তী পাহাড় সংলগ্ন লেকে এ ঘটনাটি ঘটে।
নিহত ছলিম  ১৯ নম্বর  ক্যাম্পের ব্লক এ/২ বসবাসরত মোহাম্মদ নাসিমের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ পরিবারের সদস্যদের উদ্ধৃতি  দিয়ে জানান,  বন্ধুদের সাথে খেলতে গিয়ে ছলিম পাহাড়ের লেকে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে পানির সাথে ভেসে যায়।  রোহিঙ্গারা খবর দিলে পুলিশ খুঁজাখুঁজি করে ভাসমান অবস্থায় শিশুকে উদ্ধার করে পার্শ্ববর্তী আইওএম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত  ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ | 
| নাম | সময় | 
| ফজর | ৪:১৫ | 
| যোহর | ১২:১০ | 
| আছর | ৪:৫০ | 
| মাগরিব | ৬:৪৫ | 
| এশা | ৮:১৫ |