মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টারের শিক্ষক ইয়াবাসহ আটক

রূপান্তর ডেস্ক
আপডেট মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

দশ হাজার ইয়াবা সহ উখিয়ার বালুখালী থেকে এক যুবক’কে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (২৫), বালুখালী ১নং ওয়ার্ড এর মৃত রমজান আলীর পুত্র।

সোমবার (১৯ মে) বিকেলে বালুখালীর হিন্দু পাড়া সড়কের মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

এ ঘটনায় মাদক প্রতিরোধ আইনে উখিয়া থানায় দায়ের করা মামলায় রশিদ সহ ছালামত উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে ‘পলাতক আসামী’ করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , রশিদ দীর্ঘদিন ধরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার অধীনে পরিচালিত স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।

রশিদের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী জিসান আক্তার (২৩) দাবী করেন, ‘ আমার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে, তিনি মাদক ব্যবসায় জড়িত নয়। কোনো রকমে তাঁর অল্প বেতনে সংসার চলে, জানিনা সন্তান নিয়ে এখন কি করবো।’

তিনি আরো বলেন, ‘ ছালামত উল্লাহর কাছে পাওনা টাকার জন্যে গিয়েছিলেন তিনি এরপরই খবর পায় তাকে কারা যেনো ধরে নিয়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, ‘রশিদ কখনো এমনকাজে জড়িত থাকতে পারেনা সে নম্র ভদ্র ছেলে হিসেবে এলাকায় পরিচিত।’

এঘটনায় সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটনের মাধ্যমে প্রশাসনের কাছে রশিদের মুক্তি দাবী করেছে এলাকাবাসী ও পরিবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫