কক্সবাজারের রামু থেকে ৯৫ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫। র্যাবের দাবি, ইয়াবাসহ আটক দুইজনই মাদক কারবারী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের রামুস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।
আটকরা হল: রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত ফরুখ আহমদ সিকদারের ছেলে মোঃ ফরিদুল আলম সিকদার (৫৫) ও একই এলাকার মৃত বজল আহমদের ছেলে রায়হান উদ্দিন (৩০)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, মাদক ঠেকাতে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ৯৫ হাজার ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদক দ্রব্য ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |