শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

রাখাইনদের জলকেলিতে সাংবাদিকদের উপর হামলা, আহত ৫!

রূপান্তর ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

কক্সবাজারে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশে কোয়ালপাড়ায় একটি জলকেলি উৎসবের পেশাগত দায়িত্ব পালনকালে রামু রাঙাখালী সম্প্রদায়ের কিছু উত্তেজিত যুবক সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত পাঁচজন সাংবাদিক আহত হন, এবং তাদের মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনতাই হয়।

সাংবাদিকরা ঐ এলাকায় উৎসবের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা দাবি করে যে সংবাদকর্মীদের সেখানে সংবাদ কাভার করতে দেওয়া হবে না—এই কথা বলেই তারা অতর্কিতে হামলা চালায়।

এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CMRA)। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব এবং সাধারণ সম্পাদক তারেক হায়দার বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি আঘাত। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”

ঘটনাটি কক্সবাজারের সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। তারা প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫