ফের সাইফুল (২৪) নামে এক যুবকের পায়ুপথ থেকে ইয়াবা উদ্ধার করলো ৬৪ বিজিবি সদস্যরা।
আটক সাইফুল টেকনাফের হ্নীলা ইউপির রঙ্গিখালী গাজীর পাড়ার সালামাতুল্লাহ এর ছেলে।
৬ আগস্ট বিকাল ৪টার দিকে
ইয়াবাসহ তাকে আটক করা হয় নিশ্চিত করেন ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন।
তিনি বলেন, হ্নীলা থেকে কক্সবাজারগামী সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি করেন। ওই সময় সিএনজির যাত্রী সাইফুলের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যায়ে স্বীকার না করায় তাকে স্থানীয় পালংখালী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এক্স-রে করানো হয়। পরবর্তীতে তাকে ওই এক্স-রে রিপোর্ট দেখিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে তিনি কৌশলে ইয়াবাগুলো খাবারের সাথে গ্রহণ করে পেটের মধ্যে বহন করার বিষয়টি স্পষ্ট করে।
পরে ডাক্তারের পরামর্শে ঔষধ ও খাবারের মাধ্যমে তার পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ | 
| নাম | সময় | 
| ফজর | ৪:১৫ | 
| যোহর | ১২:১০ | 
| আছর | ৪:৫০ | 
| মাগরিব | ৬:৪৫ | 
| এশা | ৮:১৫ |