কক্সবাজার সদরের চৌফলদন্ডীর হাফেজ আমজাদ হত্যা মামলার প্রধান আসামি ঘাতক রায়েফ আনান রাফি (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ দল চট্টগ্রামের রাউজান থানা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী ওয়ার্ড সভাপতি রাফি উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নতুন মহাল এলাকার বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।
ইতিপূর্বে এ হত্যাকাণ্ডের ৪ নং আসামি হিসেবে তার পিতা ছৈয়দ নূর এবং ঘটনার দিন তাদের আত্মীয় স্থানীয় ইউপি সদস্য এহছানুল হককে ১৪ নং আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমজাদ হত্যা মামলার ১ নম্বর আসামি রায়েফ আনান রাফিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় উক্ত গ্রেফতারকৃতদের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা উপূর্যপুরী ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করে একই এলাকার নুরুল কবিরের ছেলে প্রবাস ফেরত স্থানীয় জামায়াত ইসলামীর যুব বিভাগের বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসাইনকে। পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |