মোটরসাইকেল চালিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় টমটমের ধাক্কায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো- উপজেলার হ্নীলা পূর্ব পানখালীর জাফর আলমের ছেলে ইশতিয়াক আলম মাহিম এবং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের ছেলে নাইমুর রহমান বাপ্পী এবং তাদের বন্ধু পুরান বাজার এলাকার মরহুম শামসুল আলমের পুত্র এহসান।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হ্নীলা হোয়াব্রাং রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। দুই পরীক্ষার্থীর দুঘর্টনার খবরে সাধারণ পরীক্ষার্থীসহ তাদের পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ওই দুই শিক্ষার্থী তাদের বন্ধুর মোটরবাইকে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে হ্নীলা হোয়াব্রাং রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের সাথে ধাক্কা লেগে দুই শিক্ষার্থীসহ ৩জন রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে হ্নীলা ষ্টেশনে নিয়ে আসেন। ওই সময় মোটরসাইকেল চালক এহসান প্রাথমিক চিকিৎসায় শঙ্কামুক্ত হলেও অন্য দুই শিক্ষার্থী ইশতিয়াক আর নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ দুঘর্টনার সত্যতা স্বীকার করে বলেন, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত ইশতিয়াকের অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |