ঘূর্ণিঝড় মোখায় প্রকৃত ক্ষতিগ্রস্থতদের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার (২৪ জুলাই) সাবরাং ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত ৭৬০ পরিবারের মাঝে নগদ ৫০০০ টাকা করে বিতরণ করা হয়।
অনুষ্ঠান উদ্ভোধন করেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।
এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির পপুলেশন মোমেন্ট অপারেশন (পিএমও) ডেপুটি ডিরেক্টর মো. করিম বলেন, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা বিডিআরসিএস-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ও জরুরী সহায়তায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করতে বদ্ধপরিকর।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্বোধনী বক্তব্যে বলেন, সাবরাং ইউনিয়নে মোখায় ক্ষতিগ্রস্থদের মাঝে সর্বপ্রথম ত্রাণ সহায়তা দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
উপকারভোগী নুর নাহার বলেন, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই প্রথম রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ত্রাণ, ত্রিপল, নগদ অর্থ পেয়ে আমি অনেক খুশি।
এছাড়া এসময় উপস্থিত মানুষের মাঝে ডেঙ্গু, ডায়রিয়া, শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
উল্লেখ্য, এ নগদ অর্থ বিতরণ সুন্দরভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন NDRT তানজিব, তাইজুল, অপু, ক্রিসনো, তাইজুল এবং টেকনাফ উপজেলা টিমের যুব প্রধান সাইফুল্লাহ হাবিব, আবু ছিদ্দিক অভিসহ আরো অনেকে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |