টেকনাফের নাফ নদে ট্রলারযোগে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের নৌবাহিনীর ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়েছে দুই জেলে। গুলিবিদ্ধরা হলেন- উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের পুত্র মোহাম্মদ ফারুক এবং মাঝের ডেইল এলাকার মোহাম্মদ ইসমাইল।
রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলার নিয়ে মাছ ধরা শেষে কূলে ফেরার সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বলে দাবি করেন ট্রলারের মাঝি।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া ইয়াছমিন জানান, গুলিবিদ্ধ জেলেদের মধ্যে ইসমাইল শঙ্কামুক্ত। তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে অপর জেলে ফারুকের হাত ও পায়ে ৩টি গুলি লেগেছে। অনেকটা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ বলেন, সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমার ট্রলারের দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে।
মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফ নদের বাংলাদেশের জলসীমায় ছিলাম। মিয়ানমার নৌবাহিনী আমাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করেছিলাম। এরপরও তারা মানেনি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ গুলিবিদ্ধ জেলেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ শিকারে গিয়ে জেলেরা গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টির খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, সাগরে মাছ ধরে ফেরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। মিয়ানমার নৌবাহিনীর এলোপাতাড়ি গুলিতে দুই জেলে আহত হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |