শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

মিয়ানমারে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ঢাকা ও চট্টগ্রামেও অনুভূত

রূপান্তর ডেস্ক
আপডেট শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন

মিয়ানমারের মান্দালয়ে সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ শুক্রবার দুপুর ১২টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক তিন। যা মেজর ক্যাটাগরির ভূমিকম্প।’

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক সাত। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের আতঙ্কে মিয়ানমারের ইয়াঙ্গুন ও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও লোকজন ভবন থেকে বেরিয়ে আসেন।

এই ভূমিকম্পের কারণে বাংলাদেশ ও মিয়ানমারের এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমারের ফায়ার সার্ভিস বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা হতাহত ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ইয়াঙ্গুনের চারপাশে অনুসন্ধান শুরু করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫