সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা অবস্থায় ৫ রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় পাচারকার্যে জড়িত থাকার অভিযোগে ৪ রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার হ্নীলা ইউপির জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা মৃত মো. আমিনের পুত্র সালামত উল্লাহ (৪০), মৃত শমসু আলমের পুত্র নজিমুল্লাহ (২০), সৈয়দ কাসিমের পুত্র ওয়াসিউর রহমান (৩৫) এবং উমর মিয়ার পুত্র নুর আলম (৩০)।
শনিবার সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউপির জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের রোহিঙ্গা অসিউর রহমানের ঘরে এই অভিযান চালানো হয়।
এপিবিএন সূত্র জানায়, সকালে শালবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপনে খবর পান, মালয়েশিয়া পাচারের জন্য কয়েকজন রোহিঙ্গা তরুণীকে একটি জায়গায় জড়ো করা হয়েছে। এরপর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের রোহিঙ্গা অসিউর রহমানের ঘরে অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গা তরুণী ও পাচারের সঙ্গে জড়িত সন্দেহে চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা তরুণীদের বরাত দিয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান বলেন, সমুদ্রপথে ট্রলারে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে দালালচক্র ওই পাঁচ তরুণীকে অসিউর রহমানের ঘরে জড়ো করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, উদ্ধার করা রোহিঙ্গা তরুণীদের ও গ্রেপ্তার চার রোহিঙ্গাকে আগামীকাল রোববার কক্সবাজার আদালতে পাঠানো হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |