উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি সদস্যরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১১টা ৩০ মিনিটের সময় মিয়ানমারের দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। তাৎক্ষণিক চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে খালে ঝাঁপিয়ে পড়ে ও খাল সাঁতরে মায়ানমারের দিকে চলে যায়।
পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে খালের পাড়ে লুঙ্গিতে মোড়ানো দুটি পলি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে নীল রঙের বায়ুরোধী ৮ কাটে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে রাতভর চোরাকারবারীদের গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |