টেকনাফে পাহাড়ি অস্ত্রধারীদের হামলায় আব্দুল মাবুদ (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। এসময় তার নিকট থেকে ৩ লক্ষ ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মারিশবনিয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই যুবক উপজেলার বাহারছড়া ইউপির মারিশবনিয়া এলাকার মৃত কাদির হোসেন এর ছেলে।
জানা যায়, সংঘবদ্ধ একটি পাহাড়ি ডাকাতদল আব্দুল মাবুদের উপর সশস্ত্র হামলা করে। ওই সময় বাঁধা দিলে ডাকাতদল তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করেন পরিবার।
এদিকে তার শরীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |