কক্সবাজারের রামুতে ভাবীর কাছে ‘মাদকের টাকা না পেয়ে’ চাচার দা’য়ের কোপে প্রাণ গেল তিন বছর বয়সী ভাতিজির; আর ঘটনার পর থেকে ঘাতক চাচা পলাতক রয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা শিয়া মোহাম্মদ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) খোরশেদ আলম।
নিহত নিহত ফাতেমা বেগম ( ৩ ) একই এলাকার নুরুল আজিমের মেয়ে।
স্থানীয়দের বরাতে খোরশেদ আলম বলেন, শিশু ফাতেমা বেগমের আপন চাচা নুরুল হাকিম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মাদক সেবনের টাকার জন্য ভাই ও ভাবীকে প্রতিনিয়ত পীড়াপিড়ী করতো। বুধবার রাতেও নুরুল হাকিম ভাবীর কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ভাবীর উপর রেগে বসে এবং তর্কাতর্কি শুরু করে।
“ তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো দা দিয়ে ভাবীকে কোপানোর চেষ্টা চালায়। এতে ভাবী দৌঁড়ে পালিয়ে গেলেও ভাতিজি ফাতেমাকে সামনে পেয়ে মাথায় কোপ দেয়। এসময় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। “
পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই ঘাতক চাচা পালিয়ে যাওয়াত আটক করা সম্ভব হয়নি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই খোরশেদ আলম।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |