সেন্ট মার্টিনে মোটরসাইকেল দুর্ঘটনায় আড়াই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশুটির নাম ফাহমিদা। সে সেন্ট মার্টিন কোনার পাড়ার মৌঃ রফিকের কন্যা।
২৯ জুন ঈদের দিন রাত সাড়ে ৮টার দিকে সেন্ট মার্টিন কোনার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুটি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিশুর পিতা মৌঃ রফিক কান্না করতে করতে বলেন, ঈদের আনন্দটা একদম মাটি হয়ে গেলো। আদরের মেয়েটি আজ হাসপাতালে। আমি নিশ্চিত, মোটরসাইকেল আরোহী নাছির উদ্দিন ও রায়হান মাতাল অবস্থায় বাইক চালিয়ে আমার মেয়েকে ধাক্কা দেয়। বাচ্চার চিৎকার শুনে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টমার্টিন ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাজির আহমদের পুত্র নাছির উদ্দিন ও ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুল ইসলামের পুত্র রায়হান দক্ষিণ পাড়া থেকে ইয়াবা সেবন করে মাতাল অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ফাহমিদাকে মারাত্মকভাবে জখম করে।
শিশু ফাহমিদার সঙ্গে থাকা মামা এবাদুল হক জানান, ভাগনির মাথায় ও ঠোঁটে গুরুতর জখম হয়েছে। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, মাথার ভেতরে বেশ ‘ইনজুরড’ হয়েছে। জরুরী ভিত্তিতে এমআরআই করতে হবে।
তিনি আরো জানান, শামসুল ইসলামের পুত্র রায়হান ও নাজির মেম্বারের পুত্র নাছির প্রতিনিয়ত মদ ও গাঞ্জা সেবন করে আসছে। যা সেন্টমার্টিন দ্বীপের সব মানুষেরই জানা রয়েছে। কিছুদিন আগেও ব্লু মেরিন এনার্জি বিদ্যুৎ কেন্দ্রের সামনে মদ খাওয়া নিয়ে তর্কে জড়িয়ে মাতাল হয়ে কয়েক জনকে রক্তাক্ত করে দেয় নাছির ও রায়হান বাহিনীরা। তাই এসব ‘ড্রাগ এডিক্টেড’ বখাটেদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় দ্বীপের যুব সমাজ ধ্বংস হবে বলে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় সচেতনমহল।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |