বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

মাটি খুঁড়ে মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, আটক ১

অনলাইন ডেস্ক
আপডেট শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
এ ঘটনায় আটক হয়েছে টেকনাফ পৌরসভার দরগারছড়ার মৃত শেখ আহম্মদের ছেলে মোঃ ইসমাইল (৩২)। আর পলাতক রয়েছে মোঃ ইয়াসিন ও মোঃ তাহের।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে পাচার করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদ পায়। মাদক ও পাচারকারীদের ধরতে যৌথ অভিযান করার পরিকল্পনার সিদ্ধান্ত নেয় বিজিবি। পরিকল্পনা অনুযায়ী রাত ১ টা ১৫ মিনিটের দিকে বিজিবি ও পুলিশের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানে মোঃ ইসমাইলকে আটক করে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘর অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশে মাটির নিচে অত্যন্ত গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। পরে, মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর নিকট হস্তান্তরের জন্য মোঃ ইয়াসিন নামক এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল। মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আগত রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার হতে বাংলাদেশে এই ইয়াবার চালান প্রবেশ করায়।”
লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫