রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo চট্টগ্রামে সম্প্রীতি জোরদারে টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেন্ডলি টুর্ণামেন্টের আয়োজন Logo অবশেষে উখিয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার Logo মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ ২ ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার Logo চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo মাতামুহুরী নদীতে ডুবে কিশোরীর মৃত্যু, অপর ২ বোনকে জীবিত উদ্ধার Logo খাদ্যসামগ্রী ও বস্ত্র পাচারকালে আটক পাচারকারী ৭ Logo সাগরপাড়ে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে উখিয়ার জালিয়াপালং ইউপির দুই শিক্ষার্থী Logo রামু থেকে ৯৫ হাজার ইয়াবাসহ আটক ২ Logo আরও ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিরা Logo রোহিঙ্গা অপহরণকারীর হাত থেকে কিশোরী উদ্ধার

মাঝি থেকে পাচারকারী আব্দুল আলী, রয়েছে ১৫টি মামলা!

অনলাইন ডেস্ক
আপডেট রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

সাগরে মাছ ধরার জেলে থেকে শীর্ষ মানবপাচারকারীদের তালিকায় তাঁর নাম উঠেছে। তিনি আবদুল আলী। ৪৮ বছরের এই ব্যক্তির বিরুদ্ধে আছে ১৫ মামলা। মানবপাচার ছাড়াও ইয়াবাপাচারের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

সর্বশেষ পলাতক আসামি হিসেবে নথিভুক্ত হন। গত ৮ এপ্রিল পাচারকালে সেন্ট মার্টিন দ্বীপ সন্নিহিত গভীর সাগরে নৌবাহিনীর হাতে ২২১ জন মালয়েশিয়াগামী আটকের মামলায়ও তিনি আসামি।

মানবপাচারের জন্য রয়েছে তাঁর নৌকাও। জানা গেছে, তাঁর নেতৃত্বাধীন চক্রে তাঁর ছেলেসহ ৩০ জন সদস্য আছে। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বাঘঘোনা নৌঘাট, নোয়াখালীপাড়া নৌঘাট, কচ্ছপিয়া পিনিচভাঙ্গা নৌঘাটের তিনটি পয়েন্ট আবদুলের চক্র একাই ব্যবহার করে।

এন্তার অভিযোগ ও নথিভুক্ত মামলার আসামি হয়েও আবদুল আলী স্বাভাবিক জীবন যাপন করছেন।

আবদুলের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জুম্মা পাড়ায়। তিনি মৃত নছরত আলীর ছেলে।

আবদুলের নেতৃত্বাধীন মানবপাচারের চক্রটি এখন বেপরোয়া।

অনুসন্ধানে জানা গেছে, আবদুল এক যুগ ধরে স্থানীয় মৌলভি আবদুল মাবুদ বহদ্দার এবং মোহাম্মদ বহদ্দারের নৌকার জেলে ও মাঝি হিসেবে কর্মরত ছিলেন।
সাগরপথে মানবপাচারের বহু ঘটনার সাক্ষী তিনি।
মানবপাচারের নানা পথঘাট একসময় তাঁর বড় চেনা হয়ে ওঠে। কাঁড়ি কাঁড়ি টাকার লোভে অন্যের নৌকা চালানো বাদ দিয়ে ২০১৭ সালে নিজেই নৌকা তৈরি করে মানবপাচারের কাজে জড়িয়ে পড়েন। মানবপাচারকালে ২০১৯ সালে সেন্ট মার্টিন দ্বীপের কাছে সাগরে মালয়েশিয়াগামী নৌকাটি ডুবে যায়। ওই যাত্রায় ১৭-১৮ জনের সলিলসমাধি ঘটে। এ ছাড়া বহু নৌকা আটক করে পুলিশ মানবপাচারের ঘটনা উদঘাটন করে। সূত্র জানায়, তখন টেকনাফ থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ। অভিযোগ রয়েছে, সে সময় মানবপাচারকারীদের সঙ্গে ওসি প্রদীপের ছিল দহরম-মহরম সম্পর্ক। সেই সূত্রে মানবপাচারকারী আবদুল আলীও ছিলেন ওসি প্রদীপের ঘনিষ্ঠজন। সলিলসমাধির ঘটনা ধরা পড়লে মামলারও আসামি ছিলেন আবদুল আলী। ওসি প্রদীপ সুযোগ বুঝে

বাহবা কুড়ানোর কৌশল নিয়ে মানবপাচারের নৌযানগুলো একে একে পুড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন। এর মধ্যে আবদুল আলীর তিনটি নৌকাও ছিল। নতুন করে আরো দুটি নৌকা বানিয়ে আবার শুরু করেন অবৈধ বাণিজ্য। চক্রে যুক্ত করেন একমাত্র সন্তান সাইফুল ইসলামকে। বাপ-বেটার মানবপাচারের চক্র থাকে ধরাছোঁয়ার বাইরে। স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আবদুল এত দিন খুব কৌশলে অপকর্ম করেছেন। ৫ আগস্টের পর তাঁর দাপট আরো বেড়েছে।

আবদুল আলীর সঙ্গে গত রবিবার বিকেলে মুঠোফোনে আলাপ হলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ভাই, সাগরে ১২ বছর ধরে নৌকার মাঝি ও জেলে হিসেবে কাজ করেছি। এত দিনেও একটি ঘর-দুয়ার করতে পারিনি। আমাকে বিএনপির ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এবার একটি পাকা ঘরের কাজ শুরু করেছি।’ মানবপাচারের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ওসি প্রদীপ অহেতুক তাঁর তিনটি নৌকা পুড়িয়ে দিয়েছিলেন। তাঁর রয়েছে পাঁচটি মেয়ে ও একটি ছেলে। ছেলে সাইফুল এখন দুটি নৌকা নিয়ে মাছ ধরার ব্যবসা করছে। মামলা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মানব ও ইয়াবা পাচারের ১৪টি মামলা হয়। এর মধ্যে দু-তিনটি মামলা খারিজ হয়েছে। কয়েকটিতে জামিনে থাকলেও বাদবাকিগুলোতে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথাও স্বীকার করেন তিনি।
সূত্র: কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫