কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৬হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
আটককৃতরা হলো- মো. ইলিয়াস (৪০), মো. রবি আলম (১৮), মো জালাল আহমেদ (৫০), মো. ওমর সিদ্দিক (১৮) ও মো. আলম (২৫)। আটক সবাই সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আজ শুক্রবার ভোররাতে সাবরাং কাটাবনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তর শাখার লে. কমান্ডার বিএন (মিডিয়া কর্মকর্তা) লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, ভোররাতে সাবরাং কাটাবনিয়া এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকার গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামানোর সংকেত দেয়। তবে নৌকাটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করে।পরে নৌকায় তল্লাশি করলে ৫৬হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করার পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হযেছে।
আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |