বিশেষ অভিযানে মানব পাচারচক্রের দুই সদস্যকে আটক করেছে বিজিবি। আটকরা হলো- টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেল শামসুল আলম (৪৫) এবং একই এলাকার আব্দুল জব্বারের ছেল আলমগীর হোসেন ওরফে জাবেদ (৩৫)।
সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে ওই দুই পাচারকারীকে আটক করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, ১৮ আগস্ট গণমাধ্যমে প্রকাশিত নিউজের সূত্র ধরে
অবৈধ পথে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাচারের কাজে জড়িত চক্রটিকে ধরতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। পরে সাড়াশী অভিযানে মানব পাচার চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে মানব পাচারের দুইটি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাতে বিজিবি অধিনায়ক আরও বলেন, চক্রটি বেশ কিছু দিন ধরে মাদক ও মানব পাচারের সঙ্গে জড়িত রয়েছে। অবৈধ টাকায় তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আটককৃতদের তথ্যের ভিত্তিতে ওই চক্রের বাকি সদস্যদেরকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |