মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়র ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুর দেড়টার সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিবাবক ও স্থানীয়রা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অপহরণে জড়িত আটক যুবককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মাহফুজুল হক বলেন, অপহরণের সাথে জড়িতদের দ্রুত আইনের আনা দরকার। ইতিমধ্যে একজন আটক হয়েছে বলে বক্তব্যকালে তিনি বলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মোঃ আলমগীর শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক, প্রাক্তন ছাত্র ও স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, ১০ আগষ্ট রবিবার উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পুলিশ তাৎক্ষনিক খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় মনির নামে অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। আটক মোহাম্মদ মনির একই এলাকার এরশাদ উল্লাহর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকাল ৭টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন তৎপর হন। পরে দুপুর ২টার দিকে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালায় এবং দ্রুত মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিছু তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা সম্ভব নয়।’
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |