উখিয়া জালিয়াপালংয়ের মনখালী এলাকায় টাকা ধার না দেওয়ার জের ধরে বাকবিতণ্ডায় জড়িয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বাড়িতে হামলা করতে এসে ছেলেকে না পেয়ে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ ওঠেছে দিল মোহাম্মদ প্রকাশ ইমন চৌধুরী গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সৈয়দা খাতুন নামের আরেক মহিলা আহত হয়। তাদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে স্থানীয় পেঠন কাদেরের মাদকাসক্ত ছেলে তার দলবল নিয়ে মনখালী পশ্চিম পাড়া আব্দুস ছবুরের বাড়িতে হামলা করে। এতে বৃদ্ধা ছেনোয়ারা বেগম (৭২) ও সৈয়দা খাতুন নামে দুই মহিলা আহত হয়। এসময় লাঠির আঘাতে তাদের পুরা শরীর থেঁতলে গেছে। নাক থেকে রক্ত বের হচ্ছে, কোমরে আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানায় ভিক্টিমের ছেলে রাসেল।
এ বিষয়ে মোহাম্মদ রাসেল বলেন,”গত এক মাস ধরে দিল মোহাম্মদ টাকা ধার চেয়ে আসছিল। মাদকাসক্ত হওয়ায় তাকে টাকা ধার দিতে অপারগতা প্রকাশ করলে রাস্তা থেকে হেঁটে যাওয়ার সময় উস্কানিমূলক কথা বলে বিব্রত করতে থাকত। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দিল মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে সন্ধ্যাবেলা দা, লাঠি নিয়ে বাড়িতে হামলা করে। এ সময় আমি বাড়ি না থাকায় মা ও ফুফিকে মারধর করে মারাত্মকভাবে জখম করেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |