সরকার দীর্ঘ ১৬ বছর পর আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিলেও অংশগ্রহণ করতে পারছেনা বেসরকারি, কিন্ডারগার্টেন স্কুলসহ জাতীয়করণ না হওয়া সব প্রাথমিক বিদ্যালয়। ফলে সারাদেশে ক্ষুদ্ধ ও হতাশ ৫ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হয় ২০০৯ সালে। সেবছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেয় তৎকালীন সরকার। ফলে সারাদেশের মতো কক্সবাজার জেলায় ২৫০টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা সরকারের এ সিদ্ধান্তে হতাশ।
আগামি ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
কক্সবাজার জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইউনুস বলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবেনা। এটি জারি হওয়ার পর থেকে সারাদেশে প্রতিবাদ ও আন্দোলন চললেও সরকার এ সিদ্ধান্তে অনড়। ফলে সারা দেশের সাথে কক্সবাজারের আড়াইশো কিন্ডারগার্ডেন স্কুলের ১০ হাজার শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছি যেন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি থেকে বঞ্চিত না হয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোমলমতি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক অধিকার হরণ করা হচ্ছে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার কারণে। আমরা সরকারের কাছে সিদ্ধান্তটির পুণর্বিবেচনার দাবি জানাচ্ছি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহীন মিয়া চৌধুরী জানান-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না -এটা সরকারি সিদ্ধান্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে যে নির্দেশনা প্রদান করেছে তা আমরা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রধান শিক্ষকদের নির্দেশনা দিয়েছি। কক্সবাজার কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা একটি স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য গ্রহণ করেছি। স্মারকলিপিতে তারা তাদের দাবি সমূহ উপস্থাপন করেছে। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এখানে আমাদের করার কিছুই নেই।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন- সরকারি প্রাইমারি স্কুলের দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা পড়ালেখা করে। তারা বৃত্তি পেলে মাধ্যমিক লেভেল ও উচ্চ শিক্ষা অর্জন করতে তাদের সহজ হবে। পক্ষান্তরে কিন্ডারগার্ডেন, বেসরকারি স্কুলে উচ্চবিত্তের সন্তানরা লেখাপড়া করে। তারা বৃত্তি না পেলেও পড়ালেখা চালিয়ে যেতে পারবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখি করা, বিনামূল্যে শিক্ষা কার্যক্রম গতিশীল করতে মূলত এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না পাওয়ার বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দীন বলেন – বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না দেওয়া বিষয়টা সরকারের সিদ্ধান্ত। আমি প্রজাতন্ত্রের দায়িত্বশীল হিসেবে সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়ন করা আমার দায়িত্ব। কক্সবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন আমার কাছে স্মারকলিপি পাঠিয়েছে। সেখানে তাদের দাবি-দাওয়া তারা উপস্থাপন করেছে। আমি সেটা কর্তৃপক্ষ বরাবরে পাঠিয়ে দিয়েছি। আমিও একটি বেসরকারি স্কুলের সভাপতির দায়িত্বে আছি (কক্সবাজার বিয়াম ল্যাবরেটরী স্কুল)। সরকারের বিধি অনুযায়ী সেই বিদ্যালয়েও এই বছর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। এখানে আমাদের করার কিছুই নেই। আপাতত সরকারি সিদ্ধান্ত আমাদের বাস্তবায়ন করতে হবে এবং মেনে নিতে হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |