টেকনাফ সীমান্তে অসহায়, গরিব ও দুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আজ সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়াস্থ হাজী ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,
আজ সোমবার বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ওই মেডিকেল ক্যাম্পেইনে টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ উপস্থিত ছিলেন। ওই সময় ক্যাম্পেইনে উপস্থিত ২৩ জন পুরুষ, ১৩০ জন নারী ও ৬৫ জন শিশুসহ সর্বমোট ২১৮ জন গরীব, অসহায় ও দুঃস্থ স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ব্যাটালিয়ন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |