কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পালংখালী বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার বিডি-১৯ সংলগ্ন কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে আসা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা রঙিন কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে নাফ নদী পেরিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করা ওই পোটলা থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পরের দিন মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ২টার দিকে হ্নীলা বিওপি রাডারে মিয়ানমার দিক থেকে বাংলাদেশে প্রবেশকারী দুজনকে শনাক্ত করা হয়। টহল দল জালিয়াপাড়া সুইচ গেইট এলাকায় অবস্থান নিয়ে একজনকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা কালো পলিব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই পলিব্যাগ থেকে আরও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |