‘ডগ মেঘলার’ সহায়তায় টেকনাফগামী একটি ইজিবাই থেকে দেশীয় চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আটক পাচারকারীরা হলো-
টেকনাফের হোয়াইক্যং ইউপির আবুল কাশেমের ছেলে মো. আবুল হাশেম (৩৬) ও বেদু মিয়ার ছেলে মো. কালা মিয়া (৩২)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দমদমিয়া চেকপোস্ট থেকে ওই দুই পাচারকারীকে আটক করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকেলে দমদমিয়া চেকপোস্টে টেকনাফগামী ব্যাটারিচালিত একটি ইজিবাইককে তল্লাশির জন্য থামানো হয়। ওই সময় নারকোটিক্স ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও ইজিবাইকে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। পরবর্তীতে ইজিবাইকের পিছনের সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মদ বহনকারী ও মদ বহনে সহায়তাকারী ইজিবাইকসহ চালককে আটক করা হয়।
জব্দকৃত মদসহ আটক পাচারকারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |