টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী একোয়া শ্রিম্প হ্যাচারি, নারিশ কোম্পানির নিজস্ব জমিতে মাটি ভরাট করার কাজে বাঁধা প্রদান করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্রমিককে মারধর ও কোম্পানির মাটি কাটার স্কেট ভেটার ভাঙচুরের দায়ে রফিকুল আমলকে প্রথম ও এটিএম শামসুল আলমকে ২য় আসামি করে জড়িত ১২জনকে এজহারভূক্ত ও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) নারিশ কোম্পানির টেকনাফ প্রজেক্টের দায়িত্বরত স্টোর অফিসার মোঃ রাশেদুল ইসলাম বাদি হয়ে টেকনাফ মডেল থানায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির দায়ে এ মামলা দায়ের দায়ের করেন।
মামলার বাদি রাশেদুল ইসলাম বলেন, স্থানীয় মৃত আবুল হোসেনের পুত্র রফিকুল আলম ও এটিএম শামসুল আলমের নেতৃত্বে মামলায় উল্লেখিত ১২ জনসহ অজ্ঞাত আরো ২০-৩০জন লোক এসে ৫০লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে অতর্কিতভাবে হামলা করে স্কেট ভেটারের তেল, মুবিল, বান্ডিল ও গ্লাস ভেঙে দেয়। এতে ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি ও স্কেট ভেটার ভাঙচুরে ৬ লাখ টাকা ক্ষতি হয়।
তিনি আরো বলেন, মাটি ভারাট করার সময় স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদার নিজেই দাঁড়িয়ে থেকে মাটি ভরাটের কাজ শুরু করে নেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর দলবল নিয়ে চাঁদাদাবি, মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করায় কোম্পানির সিদ্ধান্ত মোতাবেক আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |