টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল- আবুল হাসেম (২৮) এবং মো. বেলাল উদ্দিন। দু’জনই উত্তর শিলখালী ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন। আটক আসামিদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক অপহরণ মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূর বলেন, “জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে। অপহরণ সহ যে কোনো অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এর আগে, ৪০–৪৫ জনের একটি অপহরণকারী দল দক্ষিণ শিলখালী এলাকায় প্রকাশ্যে মহড়া দেয় এবং একজনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে নানা ধরনের তথ্য প্রচারিত হয়। এরপর থেকেই প্রশাসন ধারাবাহিকভাবে অভিযানে নামে।
এ ঘটনার পর আজ শনিবার দুপুর ২টায় দক্ষিণ শিলখালী এলাকায় উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান এর উপস্থিতিতে এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নূর এর নেতৃত্বে জনসচেতনতা মূলক একটি দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, “অপহরণ চক্রের সদস্যরা এই এলাকারই মানুষ এবং আশপাশে চলাফেরা করে। তাই সাধারণ মানুষ, গণমাধ্যম ও পুলিশকে নিয়ে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ খোলা হবে। যেখানে সবাই তথ্য শেয়ার করতে পারবেন।”
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |