টেকনাফের উপকূলীয় এলাকা বাহারছড়ায় পাহাড়ি দুর্বৃত্ত কর্তৃক মো. দেলোয়ার (২৫) নামে এক কৃষককে অপহরণের অভিযোগ ওঠেছে। সে উপজেলার বাহারছড়া ইউপির মারিশবনিয়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক এর ছেলে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় মারিশবনিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, আজ সোমবার সকালে ছন খোলায় কাজ করতে গেলে অস্ত্র ঠেকিয়ে দেলোয়ারকে তুলে নিয়ে যায় পাহাড়ি অস্ত্রধারীরা।
বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, সকালে ৩ জন কৃষক পাহাড়ি ছনখোলায় কাজ করতে গেলে পাহাড়ি অস্ত্রধারীরা তাদের ধাওয়া করে। ওই সময় দুই কৃষক পালিয়ে আসতে সক্ষম হলেও দেলোয়ার নামে এক কৃষককে অস্ত্রধারীরা ধরে নিয়ে যায়। প্রিয়জনের এমন দুর্যোগ মুহুর্তে পরিবারে চলছে আহাজারি।
এবিষয়ে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর পরই পুলিশের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। শিগগিরই স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |