বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

বাহারছড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

সাইফুদ্দিন মামুন
আপডেট সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৬:১৫ অপরাহ্ন

টেকনাফে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিডিআরসিএস এর বাস্তবায়নে জার্মান রেড ক্রসের সহায়তায় মহড়াটি আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এ সময় সম্ভাব্য ঘূর্ণিঝড় আসার খবর পেলে পূর্বে কি কি করণীয়, ঘূর্ণিঝড় চলাকালীন কি কি করণীয়, ঘূর্ণিঝড় পরবর্তীতে কি কি করণীয় সব বিষয়ে সচেতন করতে ও জানাতে প্রদর্শনী দেখানো হয়। এ প্রদর্শনীতে যৌথভাবে অংশ নেন সিপিপি ও বিডিআরসিএস এর স্বেচ্ছাসেবকগণ।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এতে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি -পিএমও কক্সবাজার বিএমজেড প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ হারুন-অর-রশিদ, বিডিআরসিএস কক্সবাজার ইউনিটের ইউনিট সেক্রেটারি এ.কে.এম রাশেদ হোছাইন, বিডিআরসিএস কক্সবাজার ইউনিটের ইউএলও ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সিকিউরিটি ফোকাল তৌকির ওসমান,জার্মান রেড ক্রস কক্সবাজার কো-অর্ডিনেটর আব্দুল মালেক খান, কক্সবাজার সিপিপির ডেপুটি ডাইরেক্টর হাসানুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনজুর, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল নাথ, জিআরসি কান্ট্রি ম্যানেজার ক্যাটরিন, জিআরসি সিনিয়র কান্ট্রি ম্যানেজার গৌরব রায়, উপজেলা টীম লিডার মোঃ কায়সার উদ্দিন, ১৩ নং ইউনিটের ডেপুটি টীম লিডার ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত কুলসুমা বেগম প্রমূখ।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, এ মহড়াটি খুবই গুরুত্বপূর্ণ। এ মহড়ার কারণে জনসাধারণ সহজে সচেতন হতে পারে। সবকিছু আপনারা জেনে অন্যকে জানিয়ে সচেতন করবেন এটা আমার অনুরোধ। পরিশেষে সুন্দর একটি আয়োজনের জন্য সিপিপি ও বিডিআরসিএস এর কর্মকর্তা কর্মচারীগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫