কক্সবাজারের পেকুয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোট বাচ্চাকে কোলে নিয়ে মাকে ভোট প্রদানের সুযোগ করে দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এদিকে পুলিশ কর্মকর্তার বাচ্চা কোলে নেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফেসবুক জুড়ে প্রশংসায় ভাসছেন ওই পুলিশ কর্মকর্তা।
জানা যায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত ছিলেন এস আই আব্দুল মতিন। এসময় এক মহিলা ছোট বাচ্চা নিয়ে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ান। শীতের তপ্তরোদ সইতে না পেরে বাচ্চাটি কাঁন্না করতে থাকে। হঠাৎ এই দৃশ্য নজরে পড়লে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মতিন দ্রুত ওই মহিলাকে ভোট দেয়ার সুযোগ করে দেন। পাশাপাশি বাচ্চাটি নিজেই কোলে নিয়ে মাকে ভোট প্রদানে সহযোগিতা করেন।
উল্লেখ্য, এস আই আব্দুল মতিন বর্তমানে টেকনাফ মডেল থানায় কর্মরত আছেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |