চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে প্রখ্যাত ইতিহাসবিদ ড. আবদুল করিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে “ইতিহাসের প্রবাদপ্রতিম ঐতিহাসিক” শিরোনামে স্মারক বক্তৃতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের নিচ তলায় ২নং গ্যালারি মিলনায়তনে এই স্মারক সভা অনুষ্ঠিত হয়। ইতিহাসের বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে এই সেমিনারে সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. সালমা বিনতে শফিক।
এসময় বক্তারা বলেন,” মধ্যযুগের বাংলার ইতিহাসে বিশেষ করে মুসলমানদের সামাজিক ইতিহাস এবং শিলালিপি ও মুদ্রাতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে অসাধারণ ব্যুৎপত্তিসম্পন্ন পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন ইতিহাসবিদ মরহুম প্রফেসর ড. আব্দুল করিম। তিনি বিনয়ী আচরণ, আদর্শীক চরিত্র ও সাদাসিধা জীবন-যাপন করে বাংলার মুসলিম ইতিহাস চর্চা ও গবেষণায় তার যে কৃতিত্ব এসবের দীর্ঘ আলোচনা করেন আলোচকরা । তার যে বিশ্বব্যাপী ইতিহাস রচনায় পরিচিতি ও খ্যাতি ছিল তার গুণকীর্তন করেন।অধ্যাপক আবদুল করিম মধ্যযুগে বাংলার ইতিহাসের প্রবাদপ্রতিম ঐতিহাসিক।তিনি সুদীর্ঘ ৫৫ বছরের বেশি সময় বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। আজকে দেশে যে রোহিঙ্গা সংকট তা তিনি গত ২৫ বছর আগে তার বিষয়ে লিখে গেছেন।
স্মারক সভায়, স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর ড. শরীফ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রসেসর ড. শিরীণ আখতার- উপচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি- প্রফেসর বেনু কুমার দে উপ- উপচার্য( একাডেমিক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, ডীন, কলা ও মানববিদ্যা অনুষদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সাবেক প্রফেসর ড.হায়াত হোসেন, ড. মো. আনোয়ারুল ইসলামসহ ইতিহাস বিভাগের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |