বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন টেকনাফ উপজেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির শপথ অনুষ্ঠান ও কার্যকরী পরিষদের পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় হ্নীলা স্টেশনের দক্ষিণে কাজী অফিসের সামনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি কবির আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জকির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. আবু তাহের শপথ বাক্য পাঠান করান।
এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক ফেডারেশনের কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, টেকনাফ উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন হ্নীলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছৈয়দুল আমিন, মেসার্স মালিহা এন্টারপ্রাইজ মালিক মো. মাঈন উদ্দিন, মেসার্স ইমরান স্টিল প্লাস এর মালিক মো. ইমরানসহ প্রমুখ।
ওই সময় বক্তারা বলেন, শ্রমিক দিয়ে সকালে কাজ করায় কিন্তু সন্ধ্যায় কাজ শেষে ফেরার পথে কষ্টের মজুরি দিতে অনেক মালিকপক্ষ গড়িমসি করে। এছাড়া শ্রমিকরা বিভিন্নভাবে অবহেলা ও বঞ্চনার শিকার হয়। কথায় কথায় যে কেউ তাদেরকে লাঞ্ছিত করে। সহসাই এমন গর্হিত আচরণ বন্ধ করতে হবে। অন্যথায় ঐক্যবদ্ধ হয়ে এমন বৈষম্যের বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ার হুশিয়ারি দেন তারা।
এসময় তারা আরও বলেন, আভ্যন্তরীণ ভিত্তি মজবুত করতে বিপদে-আপদে শ্রমিকদেরকে একে অপরের পাশে থাকা জরুরী৷ তাই পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া সুদৃঢ় করতে হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |