সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলদাতার ট্রফিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন শাহেদা আক্তার রিপা। সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে তার এই সিদ্ধান্ত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহেদা আক্তার রিপা একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি তুলে ধরা হল-
আসসালামুআলাইকুম।
আমি শাহেদা আক্তার রিপা। সাফ অনূর্ধ্ব -১৯ চ্যাম্পিয়নশিপের সেরা গোলদাতার ট্রফিটি নিলামে তুলতে চাই।
আমি বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব -১৯ ফুটবল টিমের একজন সদস্য। সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াতে আমি ছোট্ট এই উদ্যোগটি নিয়েছি।
আমার ছোট্ট ক্যারিয়ার জীবনে আমার সবচেয়ে বড় পাওয়া ২০২১ সালের সাফ অনূর্ধ্ব -১৯ চ্যাম্পিয়নশীপে টুর্নামেন্টে সেরা গোলদাতা (৫ গোল) ও সেরা খেলোয়াড় (৩ ম্যাচে) নির্বাচিত হওয়া। দেশের এই ক্রান্তিলগ্নে আমি সেরা গোলদাতার ট্রফিটি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের মাঝে। কোনো দয়াবান ব্যক্তি যদি এ মহৎ কাজের অংশীদার হোন, আমি কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকতে পারবো।
আমার এই ট্রফিটা আমার বাড়ির শোকেসে রাখা আছে। হয়তো সারাজীবন থাকবে। কিন্তু কোনো মানুষের কাজে আসবে না। এই মুহুর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হল সবার সহযোগিতা। আমি যদি সিলেটের বন্যার্ত মানুষের পাশে একটু থাকতে পারি তাহলে আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।
যোগাযোগের ঠিকানা :
ফারুক হোসাইন (রিপার ভাই)
মোবাইল নং : 01839658619
ঠিকানা : সোনাই ছড়ি, জালিয়া পালং, উখিয়া, কক্সবাজার।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |