শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ

বঙ্গোপসাগরে জলদস্যুর হামলায় গুরুতর আহত ৬ মাঝিমাল্লা!

নিজস্ব প্রতিবেদক
আপডেট শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ৮:৩২ অপরাহ্ন

টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলা ও লুটের শিকার হয়েছে এক দল মাঝিমাল্লা। এসময় মাছ ধরার ট্রলারে থাকা মাঝিমাল্লাদের রক্তাক্ত করে মাছ, জাল লুটের পাশাপাশি মাছ ধরার ট্রলারটি ডুবিয়ে দেয়া হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৩ টার দিকে গভীর সমুদ্রে এই ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, গত চারদিন পূর্বে শামলাপুর মৎস্য ঘাট থেকে স্থানীয় ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ৬ জন মাঝিমাল্লা সহ বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। হঠাৎ একদল জলদস্যু ট্রলারটিতে আক্রমণ চালায়। দা, ছুরির আঘাতে মাঝিমাল্লাদের রক্তাক্ত করে ট্রলারের মাছ, জাল ও প্রয়োজনীয় সামগ্রী লুট করার পাশাপাশি ট্রলারটি ডুবিয়ে দেয়। পরবর্তীতে স্থানীয় আরেকটি মাছ ধরার ট্রলারের মাধ্যমে ফিরে আসতে সক্ষম হয় নৌকার মাঝি বোরহান উদ্দিন, মোহাম্মদ রফিক, ফরিদ আলম, মাহবুব আলমসহ ৬জন মাঝিমাল্লা।
এদিকে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে নৌকার মালিক ফরিদুল আলম বলেন, জলদস্যুদের কবলে পড়ে নৌকা, জাল, মাছ ও বিভিন্ন সরঞ্জামাদি সহ প্রায় ১২ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫