টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী ফাযিল মাদ্রাসার কম্পিউটার ল্যাব থেকে রহস্যজনক ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে সাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) মাদ্রাসা ভবনের ২য় তলায় ল্যাব থেকে ওই ল্যাপটপ গুলো চুরি হয়।
মাদ্রাসা সংশ্লিষ্টদের দাবি,মাদ্রাসার গেইটের তালা ও ল্যাবের দরজার তালা না ভেঙ্গে কৌশলে ল্যাপটপ তিনটি চুরি করেছে। গেল রমজানেও একই কায়েদায় আরও তিনটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে বলে জানায়।
এদিকে মাদ্রাসার প্রধান ফটকের তালা, ভবনের গেইটের তালা ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের তালা অক্ষত থাকায় এ চুরির ঘটনা নিয়ে সাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আবার অনেকে এভাবে ল্যাপটপ চুরির ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করছেন।
অন্যদিকে, ২য় দফায় মাদ্রাসার ল্যাপটপ চুরির ঘটনা ঘটলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের রহস্যজনক ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।
তাদের দাবি, এতবড় একটি চুরির ঘটনা ঘটার পরেও এখনো পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাদ্রাসায় আসেননি।
স্থানীয় জনপ্রতিনিধি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাদ্রাসায় খুব অনিয়মিত। তদারকি ও জবাবদিহিতার অভাবে মাদ্রাসাটি দিন দিন স্বকীয়তা হারিয়ে তলানিতে যাচ্ছে।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার কল করলেও তিনি রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষের বরাতে বলেন, মাদ্রাসার ল্যাব থেকে ল্যাপটপ চুরির ঘটনাটি সত্য। তবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এভাবে ল্যাপটপ চুরির ঘটনা খুবই দুঃখজনক। এছাড়া চুরি হওয়া ল্যাপটপ গুলো উদ্ধারে তিনি কার্যকরী ব্যবস্থা নিবেন বলে জানান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |