কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৭ ব্যাচ এর কৃতী শিক্ষার্থী জামাল হোসেন রিফাত (ছদ্মনামঃ হিমেল রিফাত) এর স্বরচিত প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
২৩জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ অক্ষরবৃত্ত প্রকাশনীর অফিসে “ক্লেশে গাঁথা নীল চিরকুট ” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষরবৃত্ত প্রকাশনীর প্রকাশক আনিসুল ইসলাম সুজন, কবি ও কথাসাহিত্যিক সুজন আহসান, কবি আল মাহমুদ, গবেষক খোরশেদ মুকুল, কবি ও থ্রিলার লেখক রিয়াজ মোরশেদ সায়েম, গল্পকার হাসনাত সৌরভ, জনপ্রিয় ছড়াকার শফিকুল আলম সবুজ, কবি ইফতেখার আবির এবং অক্ষরবৃত্ত প্রকাশনীর নির্বাহী পরিচালক কাজী জোহেব।
রবিবার সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করে তরুণ কবি নজরুল ইসলাম সাকিব।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রকাশক আনিসুল ইসলাম সুজন তার বক্তব্যে তরুণ লেখকদের তুলে আনার চেষ্টার কথা জানান। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীর মধ্যে অন্যতম অক্ষরবৃত্ত প্রকাশনী সৃজনশীল মানুষদের সাহিত্যের আঙিনায় স্বপ্নের মতো করে তুলে আনতে চেষ্টা করে যাচ্ছে।
তাছাড়া সুজন আহসান, খোরশেদ মুকুল, রিয়াজ মোরশেদ সায়েম, হাসনাত সৌরভ, শফিকুল আলম সবুজ, কাজী জোহেব প্রমুখ ব্যক্তিগণ ” ক্লেশে গাঁথা নীল চিরকুট ” বইয়ের লেখককে উৎসাহিত করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। উপস্থিতির মধ্য হতে উক্ত বইয়ের লেখক, কবি হিমেল রিফাত এর বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র হামিদ হোসাইন তার অনুভূতি প্রকাশ করেন এবং লেখকের স্নেহাশিস ছোটভাই রাশেদুল আলম বইটা প্রকাশ সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রহমান ফারাবী, রেয়াজ মাহমুদ অভি, মনির, হৃদয় হোসেন, আদিল, রাকিন, সজীব, হেলাল উদ্দিন প্রমুখ।
সর্বশেষে ” ক্লেশে গাঁথা নীল চিরকুট ” বইয়ের লেখক, কবি হিমেল রিফাত তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নিয়ে অনুভূতি প্রকাশ করেন। কবি কেন কবিই হতে চেয়েছেন, কোন বিষয় নাড়া দিতে হৃদয়ের অলিন্দে শব্দের আলিঙ্গন দিয়ে এই কবিতা, এই বইয়ের সৃষ্টি – সেই আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
“আমরা কবি হিমেল রিফাত এর সাহিত্য যাত্রা ও ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করছি”
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |