টেকনাফ টুডেসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “সেন্ট মার্টিনে স্পিডবোট লাইনম্যানের নানা অনিয়মের অভিযোগ” এই শিরোনামে গত ৭ জানুয়ারি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সেন্ট মার্টিনের জাহাঙ্গীর আলম।
এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “সেন্ট মার্টিনের স্পিডবোট লাইনম্যানের নানা অনিয়মের অভিযোগ” উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব অবান্তর ও উদ্দেশ্যমূলক গল্প রটানো হয়েছে তা শাক দিয়ে মাছ ঢাকা ছাড়া আর কিছুই নয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক হওয়ায় আমি উক্ত সংবাদের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাচ্ছি।
আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সেন্ট মার্টিন স্পিডবোট সমিতির সহযোগিতায় চাকরি করে আসছি। আমার বিরুদ্ধে মাদক ও চোরাচালানী চক্র সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। মূলত আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করাতে মাদক ও চোরাচালানী চক্রের মাদক ব্যবসার সমস্যা হচ্ছে। অন্যদিকে পর্যটক হয়রানির আরেকটি ভিত্তিহীন বিষয় উপস্থাপন করা হয়েছে। যেখানে সেন্টমার্টিন নৌপথে পর্যটকদের আসা যাওয়া বন্ধ রয়েছে অনেক দিন ধরে। শুধু কক্সবাজার- চট্টগ্রাম নৌপথে পর্যটক আসা যাওয়া হচ্ছে সেন্ট মার্টিনে।
একটি কুচক্রী মহল কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। আমি উক্ত প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
নিবেদক –
জাহাঙ্গীর আলম
সেন্টমার্টিন স্পিডবোট লাইনম্যান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |